বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে মোট ৪১টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়েছে।
বাণিজ্যমেলায় গোল্ড কালার ট্রফি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: ডায়মন্ড ওয়ার্ল্ড, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, কেওয়াই টু টোন লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কারা অধিদপ্তর, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি), পেন্টেল পিটিই লিমিটেড, ক্লে ইমেজ, জয়িতা ফাউন্ডেশন, এমআর টেকনোলজি (সোলাস), বাংলাদেশ চা বোর্ড, ওয়ালটন হাই-টেক ইন্ডাট্রিজ পিএলসি ও হাতিল কমপ্লেক্স লিমিটেড।
মেলায় দ্বিতীয় পুরস্কার সিলভার কালার ট্রফি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরির ১৫টি প্যাভিলিয়ন ও স্টল।
তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ কালার ট্রফি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরির ১১টি প্যাভিলিয়ন ও স্টল।
অনুষ্ঠানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান