জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।
রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান এলাকার জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।
জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দেখতে পেয়ে প্রক্টরিয়াল টিমকে