1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

হালান্ডে নজর বার্সার?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

ম্যানচেস্টার সিটির গোল মেশিন নরওয়ের আরলিং হালান্ডকে পেতে চায় ইউরোপের যে কোনো দল। তবে, ম্যানসিটি ছেড়ে তার বার্সায় যাওয়ার জোর গুঞ্জন শোনা গিয়েছিলো। এমনকি আগামী জানুয়ারীতে মধ্যবর্তী দলবদলে হালান্ড বার্সায় যোগ দিতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো।

তবে সব গুঞ্জন সত্য হয় না। মাঝে মাঝে সে সব গুঞ্জনেই থেকে যায়। আরলিং হালান্ডের ব্যাপারটাও তেমন। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো মুন্ডো দেপোর্তিভোকে বলেন, ‘আপাতত এই মৌসুমে আমাদের আর কারো প্রয়োজন নেই। আমাদের যা আছে, তা নিয়েই মৌসুমটা কাটাতে চাই।’

স্প্যানিশ লা লিগায় শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অটোমেটিক শেষ ষোলয় ওঠার পথে রয়েছে তারা। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে সঠিক পথেই এগিয়ে চলছে কাতালানরা।

এই পরিস্থিতিতে নতুন কাউকে আর প্রয়োজন নেই বলে মনে করেন স্পোর্টিং ডিরেক্টর ডেকো। এল মুন্ডো দেপোর্তিভোকে তিনি বলেন, ‘প্রথমে আমাদের জানতে হবে যে, হালান্ডকে আমরা ভবিষ্যতের জন্য চাই কি না। এই মুহূর্তে আমরা তা সত্যিই জানি না। এই মুহূর্তে আমাদের কোনো ‘নাইন’ প্রয়োজন নেই। এই জায়গায় রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। এ কারণে আর কোনো ‘নাইন’ নিয়ে আমাদের চিন্তা নেই। এটা এখন আমাদের প্রায়োরিটিতে নেই। আমরা চিন্তা করছি শুধু মৌসুমটা নিয়ে।’

বিজ্ঞাপন

 

পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে গত মৌসুমে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ভিক্টর গায়োকারেস। এবারও ১৮ ম্যাচ খেলে এরই মধ্যে ২৩ গোল করে ফেলেছেন তিনি। তাকেও বার্সায় নেয়ার গুঞ্জন শোনা গিয়েছিলো। তার ব্যাপারেও নেতিবাচক কথা শোনালেন ডেকো।

ডেকো বলেন, ‘গায়োকারেস একজন ভালো খেলোয়াড়। পর্তুগালে অনেকগুলো গোল রয়েছে তার। অন্যদের যেভাবে চিনি, তাকেও সেভাবে চিনি আমরা। তবে, তাকে চুক্তিভুক্ত করার কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই আমাদের।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর