অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছেন ১২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত একদিনে হিজবুল্লাহর অন্তত ১২০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
তবে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।