রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পৌষ্য কোটা বাতিলের দাবিতে শহীদ শামসুজ্জোহা চত্বরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ নভেম্বর) এ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর সন্ধ্যা থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে। এ আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে আল শাহরিয়া শুভ নামে রাবি ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে আজও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
তাদের অভিযোগ, এ বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণেই ছাত্র-জনতসর গণঅভ্যুত্থানের সরকার পতন হয়েছে। কিন্তু এরপরও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্যাম্পাসে বৈষম্য বাঁচিয়ে রাখতে চায়। তারা পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানানোর অপচেষ্টা চালাচ্ছেন। তাই পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মারুফ হাসান বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে। সেখানে যদি কোটাই থেকে যায়, তাহলে আমরা কীসের বিরুদ্ধে আন্দোলন করলাম। এ বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয়, তাই কর্মসূচি চলবে।