গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজারে দাঁড়িয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন যে, গাজার বর্তমান পরিস্থিতি পুরো যুদ্ধের সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। খবর আল জাজিরার।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের তেল আবিব শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছে।
গাজায় ইসরায়েলি গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ৯২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৮৯৮ জন। গত এক বছরের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল।
অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৫১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৪ হাজার ৯২৯ জন।