ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে মেল বন্ধন আরও দৃঢ় করতে পাড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে ।
নভেম্বর ১৯ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি নোটিশ ডিএনসিসির সকল বিভাগে প্রেরণ করেছেন।
জানা গেছে, পাড়া উৎসব আয়োজন বিষয়ক সভা সংক্রান্ত চিঠি ইতোমধ্যে ডিএনসিসির সকল বিভাগে প্রেরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
পাড়া উৎসব বিষয়ক সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। সকল কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকা নিশ্চিত করতে বলা হয়েছে।