1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় আহত লেবাননের নারী ফুটবলার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

ইসরায়েলি বাহিনী লেবাননে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এরইমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে।

অনেকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। তাদেরই একজন সেলিন হায়দার।

বৈরুতের দক্ষিণ শহরতলিতে সেলিনের বাসার পাশেই বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। আর তাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কোমায় আছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলার জন্য সম্প্রতি লেবানন জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। এর আগে দুবার লেবানন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন। জিতেছেন ২০২২ ওয়েস্ট এশিয়া কাপও।

 

ইসরায়েলি হামলায় বৈরুত বসবাসের অনুপযোগী শহরে পরিণত হচ্ছে। জীবনের কোনো নিরাপত্তা না থাকায় সেলিনের পরিবার আগেই শহর ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু অনুশীলনের জন্য বাড়িতেই থেকে গিয়েছিলেন সেলিন। ইসরায়েলের সেনাবাহিনী বোমাবর্ষণের আগাম ঘোষণা দিলেই সরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তা আর হলো না।

রয়টার্স জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী যখন বৈরুতের বাসিন্দাদের সরে যেতে বলে, তখন সেলিন ঘুমিয়ে ছিলেন। তবে পরিবার থেকে ফোন করে তাকে বাসা ছাড়তেও বলা হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তবে ঘর থেকে বের হয়েছিলেন সেলিন। কিন্তু বাইরে বের হওয়ার পরেই ইসরায়েলের যুদ্ধবিমান বোমাবর্ষণ করে। আর তাতে ছিটকে একটি মোটরবাইকের ওপর গিয়ে পড়েন সেলিন। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং তার খুলিতে একাধিক ফাটল ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত সেলিনকে বৈরুতের সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর