পুলিশ রাজধানীর কদমতলী থানার জুরাইন আলমবাগ এলাকা থেকে সাদ্দাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি একটি টেইলার্সের দোকানে কাজ করতেন।
নভেম্বর ২৩ ভোর রাতের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদ্দামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাকুদিয়া গ্রামে। বর্তমানে কদমতলী থানা জুরাইন আলমবাগ গ্যাস পাইপ রোড এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আনার মেকার।