1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ্য একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর।

তিনি আরও জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আপাততভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর