গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিনজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।বলা হয়, এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় আইইউটির তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ দুর্ঘটনায় একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।