1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। রোববার ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারেই লারিজানি এ কথা জানান।

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় তিন দফা জঙ্গি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলে ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক সপ্তাহ পর ইসরায়েল ওই হামলা চালিয়েছিল।

ইসরায়েলের সেই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।

গত বছেরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পরদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। পরে লেবাননে ইরানের দূতাবাসে হামলা করে ইসরায়েল। সেই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হন। এছাড়াও ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসলে হামাসপ্রধান ইসমাইল হানিয়াকে গুলি করে হত্যা করা হয়। যদিও এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। এরপর থেকেই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর