1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

ভিনিসিয়ুস এক মাসের জন্য ছিটকে গেলেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

লা লিগায় রোববার লেগানেসের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তখন চোটের কোনো খবরও দেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু হঠাৎই দুসংবাদ পেল রিয়াল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ভিনিসিয়ুস। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লা লিগা ও তার ক্লাব।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানতে পেরেছে, ভিনিসিয়ুসের চোট গুরুতর। খেলার জন্য ফিট হতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর রিয়ালের মেডিক্যাল টিম জানায়, বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আগামী বুধবার অ্যাওয়ে ম্যাচে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এমন হাইভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুসের না থাকা ভোগাবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের।।

চোটের জন্য ক্লাব ফুটবলের ব্যস্ত শিডিউলকে দায়ী করেন ভিনিসিয়ুস। আগের মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ম্যাচের সংখ্যা বেড়েছে। বেড়েছে চ্যাম্পিয়ন লিগের ম্যাচও। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ফুটবলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর