সেন্টমার্টিনের কুকুরদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন খাবার নিয়ে গেছে। তাদের সঙ্গে রয়েছেন চিকিৎসকও। ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটি ঘাট থেকে এসব সরঞ্জাম নিয়ে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ট্রলারে করে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়।
আব্দুল কাইয়ুম বলেন, সেন্টমার্টিনে খেতে না পেরে অনেক কুকুর মারা যাচ্ছে। এমন সংবাদে আমরা সেন্টমার্টিনে কুকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছি। সঙ্গে ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের সঙ্গে দুজন চিকিৎসক ও একজন চিকিৎসা সহকারী যাচ্ছেন। খাবারের মধ্যে রয়েছে ডগ ফুড তিন হাজার কেজি, পাঁচ হাজার পিস ডিম, মুরগির মাংস, ডাল ও চাল। আমরা নিজেরা রান্না করে খাওয়াবো এগুলো।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলনে, প্রায় চার হাজার কুকুর রাতদিন বিচরণ করছে সেন্টমার্টিনে। এর ফলে দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রায়ই সময় দ্বীপে স্থানীয় বাসিন্দাদের কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন।