1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

 ই-রিটার্ন দাখিল পাঁচ লাখ করদাতার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বেশ সাড়া পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার পর্যন্ত অনলাইনে আয়কর বা ই-রিটার্ন দাখিল করেছেন পাঁচ লাখ করদাতা। যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, গত রোববার অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। গত বছরের ঠিক একই সময়ে এ সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৪৭১টি। সেই হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে এবার বেশি রিটার্ন দাখিল করেছেন ২ লাখ ৮২ হাজার ৫২৯ জন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২৯ শতাংশ। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন। এছাড়া রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট বা ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও ই-মেইলের এর মাধ্যমে সব সময় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর