কারাগারে আটক বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু হৃদরোগে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শাহাদৎ হোসেন ঝুনু জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। রোববার রাতে শহরের মালতিনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঝুনুকে।
কারাগার সূত্র জানায়, আজ সকালে কারাগারে গোসল করতে গিয়ে শাহাদৎ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি ছিলেন। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঝুনুকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। কিন্তু সন্ধ্যার কিছু আগে ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিরাজগঞ্জ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।