দুর্বল বেসরকারি ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে আনা হবে। সেখান থেকেই তহবিল সহায়তা দেওয়া হবে দুর্বল ব্যাংককে। এমন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এ পদ্ধতিতে দুর্বল ব্যাংককে সহায়তা দেওয়া হলে নতুন করে টাকা ছাপানোর প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি সত্ত্বেও উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংকগুলো টাকা ধার দিতে গড়িমসি করছে। তা ছাড়া এ প্রক্রিয়া ধীরগতির। ফলে এটি দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটাতে খুব একটা ভূমিকা রাখতে পারছে না। তাদের অবস্থারও উন্নতি ঘটছে না। তাই তারল্য সংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৮০ দিন মেয়াদি বিলের মাধ্যমে আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে এই অর্থ তোলা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, এই পদ্ধতিতে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিলে টাকা ছাপানোর প্রয়োজন পড়বে না। মুদ্রাবাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে এনে সেখান থেকেই সহায়তা করা হবে।
জানা গেছে, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারল্য সংকট চলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশে। ব্যাংকগুলোর শাখা ও বুথে গিয়ে চাহিদামতো টাকা পাচ্ছে না আমানতকারীরা।