খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষক এবং সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাদের চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। এর আগে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করে আসছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন– সাবেক উপ-উপাচার্য ড. সোবহান মিয়া, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, উপ-রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী দোলন ও দেবাশীষ মণ্ডল, সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জিএম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিত কুমার দত্ত।
কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া জানান, বরখাস্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে। এ ছাড়া কুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে সিন্ডিকেটে কোনো আলোচনা হয়নি।