সুপার শপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তার অধীনে অন্য আসামিরা বিভিন্ন পদে চাকরি করেন। সুপার শপ স্বপ্নতে প্রায় ৮ হাজারের বেশি কর্মী কাজ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় প্রায়ই নতুন কর্মীর নিয়োগ করতে হয়। কিন্তু স্বপ্ন সব সময় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং লিংকডইনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বেশ কিছুদিন ধরে এই চক্র স্বপ্নর লোগো, আউটলেটের ছবি ফেসবুকে ব্যবহার করে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে। এর পর ২৮ নভেম্বর উত্তরা পূর্ব থানার সহযোগিতায় আসামিদের অফিসে গিয়ে গ্রেপ্তার করা হয়।
স্বপ্নর ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ জানান, ২০১৯ সাল