গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে যখন তারা (সরকার) রাজনৈতিক উত্তরণের কাজ এগিয়ে নিচ্ছে, তখন অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য পতিত ফ্যাসিস্টরা আর তাদের দেশি-বিদেশি দোসররা মাতম শুরু করেছে। এখনো ঘাপটি মেরে থেকে এই সরকারকে ব্যর্থ করতে চাইছে, তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।শনিবার রংপুরে গণসংহতি আন্দোলন রংপুর জেলার উদ্যোগে ‘বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র লক্ষ্যে গণসংলাপ অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।