অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টিকে বিদায় জানানোর দিন দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েছিলেন। তবে বিসিবি সাকিবের সেই ইচ্ছে পূরণ করতে পারেনি। নিরাপত্তা ইস্যুকে সামনে এনে সাকিবকে জানিয়ে দেয় দেশে না আসার কথা। মাঝপথ থেকে ফিরতে হয় সাকিবকে। সেই সঙ্গে শেষ হয় সাকিবের টেস্ট ক্যারিয়ার।
বাকি ছিল ওয়ানডে অধ্যায়। সাকিব বহুবার জানিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের শেষ ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই ইচ্ছেও পূরণ না হওয়ার শঙ্কার মুখে। চ্যাম্পিয়নস ট্রফির আগে যেই একটিমাত্র ওয়ানডে সিরিজ বাকি আছে বাংলাদেশের। সেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকার জোর গুঞ্জন রয়েছে।
আর এটি যদি সত্যি হয়, তবে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ সাকিব না চাইলেও তখন দেশের জার্সিতে তার এমনিতেই ফুলস্টপ টানা হয়ে যাবে। আর সেই ফুলস্টপটা টানবে খোদ বিসিবি। সে রকমই আভাস মিলছে।