1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

যে কারণে বয়ফ্রেন্ডকে নিয়ে গর্বিত সেলেনা গোমেজ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

হলিউড তারকা সেলেনা গোমেজ। তিনি গান দিয়ে শোবিজে খ্যাতি পেলেও একজন অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে এখন তিনি আলোচনায় থাকেন মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর বান্ধবী হিসেবে।

বয়ফ্রেন্ড ব্লাঙ্কোর সঙ্গে প্রায়ই অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায় সেলেনাকে। পুরনো দিনগুলো ভুলে গিয়ে জীবন ও ক্যারিয়ারকে নতুনভাবে গড়ে তোলার সব চেষ্টাই করছেন তিনি। আর নতুন এই যাত্রায় তার যোগ্য সঙ্গী ব্লাঙ্কো।

এবার সেই বয়ফ্রেন্ডকে নিয়ে গর্বের কথা জানালেন সেলেনা। কারণটাও বেশ মজার। বেনি ব্লাঙ্কো পিপলের ২০২৪ সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ ইস্যুতে স্থান পেয়েছেন। হলিউডের পিপলস পত্রিকা এই স্বীকৃতি দেয়। সেখানে এবার সেরা হয়েছেন জন ক্রাসিনস্কি। সেই তালিকায় নাম এসেছে বেনি ব্লাঙ্কোর। তার জন্যই বেশ আনন্দিত সেলেনা।

তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‌‘সে আমার প্রাণের মানুষ। আমি তাকে নিয়ে গর্ববোধ করি।’

আরও জানান, বেনি তার সেরা বন্ধু এবং তার সান্নিধ্য তাকে গভীরভাবে সুখী করে তোলে। গোমেজ বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান তাকে পেয়ে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর