ভারতের অন্যতম শক্তিশালী অভিনেতা ফাহাদ ফাসিল। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তাও তুঙ্গে। বিশেষ করে ‘পুষ্পা’ ছবিতে খলনায়ক চরিত্রে তার অভিনয় দেখে কুর্নিশ জানিয়েছেন ভক্ত থেকে সমালোচকেরাও।
এবার পরিচালক ইমতিয়াজ আলির হাত ধরে বলিপাড়ায় পা রাখতে চলেছেন এই অভিনেতা। ইমতিয়াজের পরবর্তী ছবির নায়ক ফাহাদ ফাসিল। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। ছবির কাগজপত্রে সই নাকি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি!
শোনা যাচ্ছে, ইমতিয়াজের এই নতুন ছবি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও কিছু টুইস্ট থাকবে। বর্তমানে চিত্রনাট্যে শেষমুহূর্তের ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে।
পরিচালনার পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ইমতিয়াজ। তার প্রযোজনা সংস্থার নাম 'উইন্ডো সিট ফিল্মস'।