1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

আবারও বিয়ে বাড়িতে নাচলেন শাহরুখ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আবারও শাহরুখকে দেখা গেছে দিল্লির এক বিবাহ অনুষ্ঠানে নাচতে। মঞ্চে উঠে কালো গলাবন্ধ পোশাক, কালো রোদচশমায় আগুন ঝরালেন তিনি। কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’— নাচলেন কনের সঙ্গে।

কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কীভাবে প্রেম প্রস্তাব দিতে হবে, কীভাবে দু’বাহু বাড়িয়ে জড়িয়ে নিতে হবে প্রেমিকাকে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরলেন আলিঙ্গনরত বর-বধূকে। তিনি যে শাহরুখ খান, আন্তরিকতার উষ্ণতা তাকে উজ্জীবিত রাখে প্রতি মুহূর্তে।

কিন্তু কেন এত বছর পর কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে গেলেন বাদশাহ? কত টাকা পেলেন এই নাচের অনুষ্ঠানের জন্য? নানা রকমের প্রশ্ন উঁকি দিচ্ছে অনুরাগীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশ্ন তুলেছেন, “কত টাকা নিয়েছেন শাহরুখ?”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিল্পী শাহরুখের ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘শাহরুখ আপনি যেভাবে আমার কনের সৌন্দর্যের প্রশংসা করলেন, আমার দিনটা সার্থক হয়ে গেল। আমার কঠোর পরিশ্রমের ফল পেলাম।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর