আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলকে পৌঁছেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার ডাবল-সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি।
গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। এই ইনিংস খেলার পথে তিনটি করে চার ও ছক্কা হাঁকান ৩৮ বছর বয়সী তারকা। এতেই রেকর্ড গড়ে ফেলেন তিনি।
বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।