1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হচ্ছে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে  ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ৯৫.৯৭ টাকা হিসেবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনায় ব্যয় হবে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২,৮৮,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই অংশ হিসেবে এই ডাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, মোট চাহিদার প্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী দরপত্র আহ্বান করা হলে ৩ টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি কেজি মসুর ডালের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১০৮.৯৯ টাকা।

সে হিসেবে দেখা যায় রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা কর্তৃক প্রস্তাবিত প্রতি কেজি মসুর ডালের দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে (১০৮-৯৯-৯৫.১৭)= ১৩.০২ টাকা কম।

রেসপনসিভ সর্বনিম্ন দর প্রতি কেজি অগ্রিম আয়কর ও ও টিসিবির গুদামসমূহে পরিবহন খরচসহ ৯৫.৯৭ টাকা থেকে ১% অগ্রিম আয়কর বাবদ ০.৯৬ টাকা ও পরিবহন খরচ ২ টাকা বাদ দিয়ে প্রকৃত মূল্য দাঁড়ায় (৯৫.৯৭-০.৯৬-২)=৯৩,০১ টাকা।

টিসিবির বাজার তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর স্থানীয় বাজারে মাঝারি দানার মসুর ডালের প্রতি কেজির গড় খুচরা মূল্য ১১৫ টাকা। আলোচ্য দর বর্তমান স্থানীয় খুচরা বাজার মূল্য থেকে প্রতি কেজিতে (১১৫.০০-৯৫.৯৭)= ১৯,০৩ টাকা কম।

গত ১৮ নভেম্বর স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় প্রতি কেজি মসুর ডাল ৯৬.৬৯ টাকা দরে ক্রয় করা হয়েছে যা থেকে আলোচ্য দর প্রতি কেজিতে (৯৬.৬৯-৯৫.৯৭)= ০.৭২ টাকা কম। উক্ত মসুর ডাল ২০২৫ মার্চ মাসে গ্রহণ করা হবে। উক্ত সময়ে মজুত বিবেচনায় আলোচ্য মসুর ডাল ক্রয় করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর