দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতারের পর অনুরাগী ও নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। সবাই বলছেন- যে কারণে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এর জন্য আল্লুকে কোনোভাবেই দায় দেওয়া যায় না। এ ঘটনার জন্য তার জেল-জরিমানার কথা তো কল্পনারও বাইরে।
আবার কেউ কেউ বলছেন আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার সংশ্লিষ্টরা আলোচনায় থাকার জন্য এ গ্রেফতারের নাটক সাজিয়েছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে সিনেমার আয় বাড়ানো। তাই তারা এ কৌশল ব্যবহার করেছেন।
নেটিজেন ও আল্লুর অনুরাগীদের এসব কথা সত্য হোক বা না হোক আসলেই গ্রেফতারের ঘটনার পর থেকে ‘পুষ্পা-২’ সিনেমার আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে আয়ের নিরিখে আগেই হাজার কোটি রুপি ছাড়িয়েছে ‘পুষ্পা-২’। এবার ভারতে ৮০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। শনিবারের হিসেব অনুযায়ী সারাবিশ্বে সিনেমাটি ১০৬৭ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৫০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ ১১০০ কোটি রুপির মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় রয়েছে আল্লুর এ সিনেমা। ভারতে সিনেমাটির মোট আয় ৮২৪ কোটি রুপি। জানা গেছে, আল্লুর গ্রেফতারের পর সিনেমার আয় ৭১ শতাংশ বেড়েছে।
শুক্রবার দিনভর আল্লু অর্জুনের গ্রেফতার নিয়ে যেসব ঘটনা ঘটেছে, তা সিনেমার গল্পকেও রীতিমতো হার মানিয়েছে। আল্লু অর্জুনের গ্রেফতার, কারাগারে প্রেরণ, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে আলোচনায় উত্তাল ছিল বিনোদন দুনিয়া।