চলে গেলেন ভোজপুরি সিনেমার ‘গব্বর সিং’ খ্যাত প্রবীণ অভিনেতা বিজয় খারে।১৫ ডিসেম্বর ভোর ৪টার দিকে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। ব্যাঙ্গালুরুর কাবেরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেতা। জানা গেছে, কিছুদিন আগে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু হঠাৎ করে আবারও তার স্বাস্থ্যের অবনতি ঘটে।
বিজয় খারে ভোজপুরি চলচ্চিত্রে ‘গব্বর সিং’ চরিত্রের জন্য ব্যাপক পরিচিত লাভ করেছিন। তিনি ভোজপুরি সিনেমার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। সিনেমাবোদ্ধা এবং দর্শকদের কাছে তিনি ব্যাপক প্রশংসিত ছিলেন।
বিজয় খারে মুজাফফরপুরের বাসিন্দা ছিলেন। তবে তিনি মুম্বাইতে বসতি স্থাপন করেছিলেন। যেখানে তিনি অভিনয় প্রশিক্ষণের জন্য ‘বিজয় খারে অ্যাকাডেমি’ নামের একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেতেন। তিনি ‘রায়জাদা’, ‘গঙ্গা কিনারে মোরা গাঁও’ এবং ‘হামরা সে বিয়াহ কারবা’র মতো অনেক তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।