১৬ ডিসেম্বর, ২০২৪, সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ যথাযথ মর্যাদায় বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিসিক প্রধান কার্যালয়সহ সারাদেশে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে বিসিক প্রধান কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় বিসিক প্রধান কার্যালয়ের সেমিনার রুমে বিসিক পরিচালক (অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আমাদের মুক্তি সংগ্রাম, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, বিজয় দিবস, বাংলাদেশের নবজাগরণ ইত্যাদি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিসিক পরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস বক্তব্যে ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং স্বপ্নের বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে বৈষম্য দূর করার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান করেন’।
বিসিক আঞ্চলিক পরিচালক (ঢাকা) ড. মো. আলমগীর হোসেন মুক্তিযুদ্ধ নিয়ে নানা স্মৃতিচারণ করেন। তিনি নিজের লেখা ‘কাজের বেডি ফুলি’ কবিতা পাঠ করেন। দেশের বৈষম্য নিরসনে সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান করেন। এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিসিক পরিচালক রাজিব আহমেদ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর প্রধান অধ্যক্ষ প্রকৌ. মো. শফিকুল আলম (মহাব্যবস্থাপক), পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান ড. মো. ফরহাদ আহম্মেদ (মহাব্যবস্থাপক), বিসিক লবণ সেল প্রধান সরোয়ার হোসেন, শিল্প নগরী ও সমন্বয় শাখা প্রধান জি এম রব্বানী তালুকদার, আইসিটি সেল প্রধান প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, বিসিক প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান মোহাম্মদ রাশেদুর রহমান, উন্নয়ন বিভাগের প্রধান জেসমিন নাহার।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে বিসিকের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী বিসিকের সকল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিজয় দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব তারানা জাহান তানিয়া (ব্যবস্থাপক) উপকরণ শাখা, বিসিক।