1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

আবাসিক হোটেলে মাদকের কারবার, আটক ২

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

১৭ ডিসেম্বর সকালে আল-ঈসান আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

আটকরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৩) ও মো. আমিন (৩৬)। উভয়েই কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক দুই যুবক দীর্ঘদিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। মঙ্গলবার সাতকানিয়ার কেরানিহাটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর