1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

ম্যাডোনা তার ২০ বছর আগের সঙ্গীকে নিয়ে ফিরছেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ম্যাডোনা তার নতুন গান নিয়ে ফিরে আসছেন। আগামী বছর গানটি মুক্তি পেতে পারে। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি আবার তার ‘কনফেশান অন এ ড্যান্স ফ্লোর’ অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করছেন।

ম্যাডোনা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে গান লিখতে, গাইতে এবং কাজ করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কাজ করছি। এই কয়েক মাস আমার আত্মা ঔষধ পেয়েছে। গান লেখা এবং মিউজিক তৈরি করা এমন একটি জায়গা, যেখানে প্রবেশ করতে কারো অনুমতি নিতে চাই না আমি। খুব উত্তেজিত নতুন গান নিয়ে। এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব ২০২৫ সালে।কেউ কি নতুন মিউজিক শুনতে চায়?’

ম্যাডোনার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ছিল ২০১৯ সালে ‘ম্যাডোনা এক্স’। তবে এর মাঝে তিনি থেমে থাকেননি। ২০২৩ সালে তিনি সেলিব্রেশন ট্যুরের মাধ্যমে তার ৪০ বছরের ক্যারিয়ারের সংগীত যাত্রাকে উপভোগ করেছেন। এছাড়া ২০২২ সালে তিনি
‘ফাইনালি এনাফ লাভ : ৫০ নম্বর ওয়ানস’ নামে একটি রিমিক্স অ্যালবামও প্রকাশ করেন। সেখানে বিভিন্ন সময় তার ১ নম্বর হিট গানগুলো ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর