চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘সন্তান’ সিনেমা। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি ছবিতে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। এ বিষয়ে শুভশ্রী ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই ছবিতে আমার অনেক পাওনা। ‘ডান্স বাংলা ডান্স’-এ মিঠুনদার সঙ্গে কাজ করেছি। ‘সন্তান’-এ অভিনয় করতে গিয়ে আমি সারাক্ষণ শুধু মিঠুনদাকেই দেখতাম। উনি সেটের মধ্যে ইয়ার্কি করতেন, শুটিংও করতেন।’
সন্তান হিসেবে তিনি কেমন? এ প্রসঙ্গে বেশ আবেগপ্রবণ হয়ে নায়িকা বলেন, ‘আসলে নিজে মা হওয়ার পর অনেক কিছু বুঝতে পেরেছি। ছোটবেলায় মা-বাবার সঙ্গে অনেক ক্ষেত্রেই মতপার্থক্য হতো। তখন বুঝতে পারতাম না।’
শেষে বলেন, ‘এখন সময়ের সঙ্গে তাতে অনেকটাই পরিবর্তন এসেছে। আমার সন্তানদের ক্ষেত্রে আমি এবং রাজ যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছি, শুরু থেকেই ইউভান আর ইয়ালিনিকে নিজেদের সিদ্ধান্ত নিতে শেখাব। ইউভান হওয়ার পর কাজ করব না ভেবেছিলাম। কিন্তু রাজ আমায় মনের জোর জুগিয়েছিল। ও বিশ্বাস করত যে, আমি দু’দিক ঠিক সামলাতে পারব। কিন্তু আশেপাশের থেকে যে কটাক্ষ শুনিনি তা নয়।