1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

‘পুষ্পা-২’র ঝড়ে টালিউডে অশনি সংকেত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার ঝড় বইছে ভারতজুড়ে। আসছে বড়দিনে চারটি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে আসছে। এ উপলক্ষ্যে আগামীকাল ২০ ডিসেম্বর ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’ একসঙ্গে মুক্তি পাচ্ছে। কিন্তু মূল সমস্যা প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে।

এ চারটি বাংলা সিনেমা মুক্তির আর মাত্র একদিন বাকি। কিন্তু আল্লুর ‘পুষ্পা-২’র সিনেমার কারণে ১৮ ডিসেম্বর ‘খাদান’র অগ্রীম বুকিং শুরু করতে পারেনি। এ সিনেমার নায়ক দেব তার অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা’ ঝড়ে টালিউডে অশনি সংকেত দেখা যাচ্ছে।

অবশ্য টালিউডের বাংলা সিনেমা এই প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়নি। এর আগেও টালিউডের প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা কোণঠাসা হয়েছে। এবার আরও তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পুষ্পা-২’র জন্য রীতিমতো দুশ্চিন্তা দেখা দিয়েছে টালিউড সিনেমা সংশ্লিষ্টদের। টানা দুই সপ্তাহ ব্যাপক ব্যবসা করার পরও বড়দিনের সপ্তাহেও যে বাংলার প্রেক্ষাগৃহে দক্ষিণী সিনেমার দাপট থাকবে, এরই মধ্যে তার আগাম ইঙ্গিত দেখা গেছে। কিন্তু কয়েকজন নির্মাতা ও প্রযোজকদের ম্যাজিকে প্রেক্ষাগৃহমুখো হয়েছেন বাংলা সিনেমার দর্শকরা। বড়দিনের সিনেমা মুক্তি নিয়ে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে রীতিমতো উদ্বিগ্ন টালিউডবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর