1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. আশ্রাফ মো. রনি নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ ডিসেম্বর দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। একইসঙ্গে তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আশ্রাফ কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার ইব্রাহিমের ছেলে ও রনি একই এলাকার শাহজাহানের ছেলে।

এর আগে বুধবার রাতে পুলিশ বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

মামলা সূত্র জানায়, ৯ ডিসেম্বর রাতে দরজা ভেঙে ঘরে ঢোকে অভিযুক্তরা। একপর্যায়ে তরুণীর মায়ের হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে পাশের একটি কক্ষে তরুণীকে তারা ধর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত যুবক রনিকে চিনতে পারেন তরুণীর মা। বুধবার রাতে তরুণীর বাবা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর