ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ব্যাট হাতে বাইশগজে সময়টা ভালো কাটছে না। চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দে নেই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্বপরিবারে ভারতের বাইরে স্থায়ী হচ্ছেন কোহলি।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারতের পাট চুকিয়ে এবার পাকাপাকিভাবে যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি! তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব তাড়াতাড়িই ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন বিরাট কোহলিরা।
ছেলে অকায় জন্মানোর পর থেকে ভারতের বাইরেই অধিকাংশ সময় কাটান আনুষ্কা শর্মা। খেলায় বিরতি থাকলে লন্ডনে চলে যান কোহলিও। ইতোমধ্যে জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গিয়েছে বিরাটপুত্র। লন্ডনে একাধিকবার দেখাও গেছে বিরুষ্কা জুটিকে।