1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন আরোহী।

শনিবার ২১ ডিসেম্বর সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাইকের চালক নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ঢাকা শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে অন্তর সরকার। তিনি ঢাকা থেকে বাইকার গ্রুপের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর