1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. আপন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

২১ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আপন কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি মগবাজার এলাকায় ভাড়া থাকতেন।

আপনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, বিকেলের দিকে মগবাজার রেল ক্রসিং পারাপারের সময়  কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসকরা বলছেন তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর