1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ফাহিম বিসিবির নতুন দায়িত্ব পাচ্ছেন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

গত আগস্ট রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তন এসেছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর পাঁচটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত। সবশেষ আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির আরেকটি সভা করেছে। যদিও এখনও নতুন করে স্ট্যান্ডিং কমিটির তালিকা প্রকাশ করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যান্ডিং কমিটি কেমন হবে, কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন তা জানিয়ে দেওয়া হবে। বোর্ড মিটিং শেষে এ খবর জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে জল্পনা রয়েছে কোন পরিচালক কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন তা নিয়ে। নতুন করে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন নতুন করে পরিচালক হওয়া নাজমুল আবেদিন ফাহিম।

এ ছাড়া ফিন্যান্স বিভাগের দেখভাল করবেন ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটি সামলাবেন মাহবুব আনাম। এদিকে, আগে থেকেই আম্পায়ার্স কমিটির দায়িত্ব পালন করে আসছেন ইফতেখার রহমান মিঠু, তিনিই থাকছেন ওই দায়িত্বে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। যদিও প্রত্যেক পরিচালককেই সামলাতে হবে দুই থেকে তিনটি করে বিভাগ। কেননা বিসিবিতে এই মুহূর্তে সক্রিয় পরিচালকের সংখ্যা ১০ জন।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনূস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় যুক্ত হয়েছে খালেদ মাহমুদ সুজনের নামটিও। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পদত্যাগ করেছেন পরিচালক পদ থেকে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর