বোর্ড সোমবার জানিয়েছে, শুধু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, আগামী তিন মাস কোনো ধরনের ক্রিকেটেই নামতে পারবেন না স্টোকস। তার বা পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। হ্যামিলটন টেস্টে ইংল্যান্ডের হারের দিনেই স্টোকসের চোট লাগে।
জানা গেছে, এই চোটের জন্য ইংল্যান্ড অধিনায়ককে যেতে হবে ছুড়ি কাঁচির নিচে। জানুয়ারিতেই পায়ে অস্ত্রোপচার হবে এই তারকা ক্রিকেটারের। এরপর কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে, আগামী বছরের মাঝামাঝিতে টেস্ট দলে ফিরতে পারেন তিনি