তরুণ ও জনপ্রিয় সংগীতশিল্প অবন্তি সিঁথি। নিয়মিত গানে পাওয়া যায় তাকে। এবার ফেসবুকে জানালেন মায়ের অসুস্থতার খবর। চাইলেন দোয়া।
গতকাল রাতে তিনি লেখেন, ‘যুদ্ধ করার সাহস বোধহয় আমি মায়ের কাছ থেকেই পেয়েছি । আমার মা ‘দ্য স্ট্রঙ্গেস্ট ওমেন’ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যা এবং সম্প্রতি কিডনি জনিত শারীরিক জটিলতায় জর্জরিত। শরীর এবং মনের সাথে সারাক্ষণ যুদ্ধ করেন। মা শুধু মনের জোরে বাঁচেন।
গতকাল লাইফ সাপোর্ট থেকেও মনের জোরেই হয়তো বেঁচে ফিরেছেন।এখনও আইসিইউয়ের বেডে শুয়ে মনের জোরে তাকিয়ে হেসে কথা বলছেন। আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। পৃথিবীর সব মা-ই মনে হয় খুব স্ট্রং হয়। ভালো থাকুক পৃথিবীর সব মা।’