দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশেই নিজস্ব সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। এদেশেই ব্রাজিল-আর্জেন্টিনার নিজ দেশের বাহিরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক। এই দুই দলের মধ্যে খেলায় তো বটে, ব্রাজিল-আর্জেন্টিনা অন্য কোনো দলের সঙ্গে খেলা ম্যাচগুলোতেও জয়-পরাজয় নিয়ে চর্চিত হয় নানা গল্প।
এর একটি হলো- সেভেনআপ গল্প। সেই গল্পে এবার যুক্ত হলো ইকুয়েডরের নাম। শুধু আর্জেন্টিনা-ইকুয়েডর নয়, বরং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে নতুন এই গল্পে এবার যুক্ত হয়েছে আরও দুটি দেশ কলম্বিয়া ও বলিভিয়া।
২১ নভেম্বর পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা ফুটসাল দল ৭-১ গোলে ইকুয়েডরকে হারায়। এ টুর্নামেন্টে দুইটি ম্যাচে ৭-১ গোলে জয়লাভ করেছে। যেখানে গ্রুপ ‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারায় ।
সেভেনআপ গল্প তৈরির ম্যাচে আর্জেন্টিনার হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। আর জাভিয়ের চিকুইতোর পা থেকে ইকুয়েডরের একমাত্র গোলটি আসে।