খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির মধ্যে ঘুমিয়ে থাকা শরিফুল নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ আগুনের ঘটনা ঘটে। জানা যায়, নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে যায় এবং আগুনে হেলপার শরিফুলের মৃত্যু হয়।