1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

‘অনেক ছোট, যোগ্যতা থাকলে এগিয়ে যাবে : মেহজাবীন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। বোনের পথ ধরেই হাঁটছেন তিনি।

চলতি বছরের শুরুতে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। এরপর আর কাজ করেননি।

তবে গেল অক্টোবরে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বোনের অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেন মেহজাবীন। এই অভিনেত্রী বলেন, মাত্র একটা নাটকে অভিনয় করেছে, এর আগে একটি টিভিসিতে কাজ করেছে। ও (মালাইকা) অনেক ছোট, মাত্র শুরু করলো। সত্যি কথা বলতে, আমি যেই সময়ে কিছু করতে পারতাম না, বলতে পারতাম না অনেক চুপচাপ ছিলাম এখন ও সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

যোগ করে বোনের প্রতি দর্শকদের চেয়ে মেহজাবীন বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন দরকার। একইসঙ্গে ও এটা কন্টিনিউ করতে চায় কি-না সেটাও একটা ব্যাপার। এখন যেকটা কাজ করেছে সেটার রেসপন্সের ওপর নির্ভর করবে। আপনারা যদি ওর সঙ্গে থাকেন এবং মালাইকা যদি ভালো করতে পারে সেই যোগ্যতা যদি থাকে তাহলে এগিয়ে যাবে।

বোনকে সাপোর্টের ব্যাপারে মেহজাবীন বলেন, আমার মনে হয় কাউকে হাতে ধরে শিখিয়ে ওই ব্যাপারটা হয় না। যদি কারও মধ্যে যোগ্যতা থাকে সেটা আপনা-আপনি বের হয়ে আসে। আর প্রচুর সময় দিতে হয়, আজ থেকে দশ বছর আগে যদি আমরা তাকিয়ে দেখি আমিও কিছুই পারতাম না। আমার একটা সময় লেগেছে শিখতে। কাজ করতে করতেই সবাই শেখে। ওই সময়টুকু দিতে হবে। অনেক বেশি জাজমেণ্টাল হয়ে থাকা উচিৎ না, আসতে এখনই সবকিছু পেরে যাবে। তাই ওই সময়টুকু দরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর