অবশেষে মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। বৃহস্পতিবার কাকডাকা ভোরে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে তেলেগু এই সিনেমাটি।
প্রায় ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দীর্ঘতম সিনেমার একটি। তবে সৌদি আরবের সেন্সর বোর্ড ‘পুষ্পা টু: দ্য রুল’ ৩ ঘন্টা ২১ মিনিটেই মুক্তি দেয়নি।
তারা সিনেমা থেকে বেশ কিছু অংশ কেটে ফেলেছে। যে কারণে ১৯ মিনিট কম রানটাইমে দেখা যাবে ‘পুষ্পা টু’।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের সেন্সর বোর্ডের আপত্তি থাকায় ছবি থেকে ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে।
এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। যে কারণে সৌদির সেন্সর বোর্ড বিষয়টি পছন্দ করেনি।
ফলশ্রুতিতে ১৯ মিনিট কম রানটাইমেই প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে হবে সৌদি দর্শকদের। ফলে দেশটিতে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১-২ মিনিট।