1. admin@totalpost24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’র রেকর্ড ভেঙে শীর্ষে ‘পুষ্পা টু’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার ভক্তরা। আল্লু অর্জুনের এ সিনেমা গতকাল বিশ্বব্যাপী মুক্তির পর সেই আভাসই বাস্তবে রূপ নেয়। ‘পুষ্পা’ ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা, বক্স অফিসের আয়— দুটোই বিশেষভাবে নজর কেড়েছে।

সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’ সিনেমার রেকর্ড।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করেছে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর