1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারতের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ভারতের যুবারা। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে আজিজুল হক তামিমের দল। ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ২০১৯ যুব এশিয়া কাপ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নেমে বাংলাদেশ ৫ রানে হেরেছিল ভারতের কাছে। সর্বশেষ (২০২৩) আসরেও দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। পরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে ইয়াং টাইগাররা।

এ নিয়ে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনাল খেলছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতীয় যুবারা যুব এশিয়া কাপে রেকর্ড সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে। ইয়াং টাইগাররা একবার কেবল শিরোপা জিতেছে গত আসরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর