1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

ইমনের জোড়া ব্রেক-থ্রু, ম্যাচে ফিরল বাংলাদেশ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

একের পর এক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এলবিডব্লিউ জোরালো সব আবেদনে সাড়া মিলছে না আম্পায়ারের কাছ থেকে। এমন সময় দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নিলেন ইকবাল হোসেন ইমন। পুরো আসরে দুর্দান্ত বোলিং করা ইমনের কাছ থেকে এলো লাইফলাইন পাওয়া এক ওভার। 

বিপজ্জনক হয়ে ওঠা কেপি কার্তিকেয়া আর নিখিল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়েছেন ফর্মে থাকা এই পেসার। তিন বলের ব্যবধানে ইকবালের জোড়া ব্রেকথ্রু। ভারতের স্কোরবোর্ডে এই মুহূর্তে ৮২ রান। উইকেট তারা হারিয়েছে ৬টি।

১৯৮ রানের ছোট পুঁজি। বাংলাদেশের দরকার ছিল ভাল একটা শুরু। দলীয় ৪ রানেই ফিরে গিয়েছেন আয়ুশ মহাত্রে। আল ফাহাদের দুর্দান্ত একটা ইনসুইংয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। আলোচিত বৈভব সুরিয়াবংশীকে খুব একটা বাড়তে দেননি মারুফ মৃধা। কাভারে শিহাব জেমসের কাছে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। খানিক পরেই রিজান ফেরান ভারতীয় অধিনায়ক আন্দ্রে সিদ্ধার্থকে।

এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ।

এরপরেই ইকবাল ইমনের দুর্দান্ত এক স্পেল। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর