একজন টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার অন্যজন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মহাতরকা। দুজনই দুজনের গুণমুগ্ধ। তাই তো ‘পুষ্পা টু: দ্য রুল‘ দেখে মুগ্ধ জিৎ।
এক্স হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে ছবির ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা-প্রযোজক। বাংলার তারকার প্রশংসা পেয়ে আপ্লুত আল্লু অর্জুন। পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তেলুগু সুপারস্টারও।
মুক্তির তিন দিনের মধ্যেই পাঁচশো কোটির বেশি আয় করে ফেলেছে ‘পুষ্পা টু: দ্য রুল’। সারা বিশ্বের ব্যবসার জোরেই আল্লু অর্জুন, রাশমিকা মানদানা ও ফাহাদ ফাসিলের ছবির এই সাফল্য। দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে পাঁচশো কোটির ক্লাবে।
সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন জিৎও। নিজের এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘পুষ্পা টু দেখলাম, আর আমি সত্যিই মুগ্ধ হয়েছি। দুর্দান্ত পারফরম্যান্স। আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার।’
তার এই পোস্ট চোখে পড়েছে আল্লু অর্জুনের। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকাকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘জিৎ গুরু, এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন সেজন্য কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসায় আমি ধন্য।’