1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

‌এটাই বাস্তব, এটাই সত্য, খোলামেলাই বললেন আইরিন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

প্রায় নিরবে মুক্তি পেয়েছে ‘দুনিয়া’ নামের এক সিনেমা। বানিয়েছেন সাইফ চন্দন। সিনেমাটি নিয়ে মৃদ্যু আলোচনাও শোনা যাচ্ছে না কোথাও। তারই মধ্যে সিনেমা নিয়ে খোলামেলাই বাস্তবতা তুলে ধরলেন এর অভিনেত্রী আইরিন সুলতানা।

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির একটি আইটি ফার্মে চাকরি করেছেন অভিনেত্রী আইরিন সুলতানা। চলতি বছরের শুরুতে এটিএন বাংলায় প্রচার চলতি মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকের মধ্যদিয়ে আবারও নিয়মিত হন তিনি।

‘দুনিয়া’ কেমন? জানতে চাইলে আইরিন সুলতানা বলেন, ‌‘আমি দুনিয়া হলে গিয়ে দেখেছি। যারা সিনেমাটা দেখেছেন এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা ভালো বলেছেন।’

নতুন কোনো সিনেমা বা ওয়েব ছবিতে যুক্ত হয়েছেন? এমন প্রশ্নে আইরিন বলেন, ‘না। আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো বলত, “হ্যাঁ, আমার হাতে চারটা ছবি আছে, পাঁচটা সিরিজ আছে। কিন্তু নাম বলা নিষেধ।”

এমন খোলামেলা সত্য প্রকাশের কারণ কী? এসব কেনই বা বলবেন ‘তারা’? আইরিন বলেন, ‘এগুলো আসলে আলোচনায় থাকার ধান্দা। আমি ওটিটির কোনো প্রস্তাব এখনো পাইনি। কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি, সেগুলোও চূড়ান্ত হয়নি। এটাই বাস্তব, এটাই সত্যি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর