বিসিকের সম্মানিত পরিচালক (প্রশাসন) শ্যামলী নবীকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করায় বিসিক প্রধান কার্যালায়স্থ বোর্ডরুমে “বিদায় সংবর্ধনা” দেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর বিসিক এর উপব্যবস্থাপক (উপকরণ) জাহান তানিয়া সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়। জনসংযোগ কর্মকর্তা মোছা: পারুল আক্তার কেয়া এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক( অর্থ), বিসিক। এছাড়াও অনুষ্ঠানে বিসিকের সম্মানিত পরিচালকবৃন্দসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিক বোর্ডরুমে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রশাসন বিভাগ, বিসিক প্রধান কার্যালয়ের আওতাধীন সকল শাখার পক্ষ থেকে বিদায়ী পরিচালক মহোদয়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিসিক প্রশাসন বিভাগের আওতাধীন সকল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর পরবর্তী কর্মজীবনের জন্য মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।